সবার অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : আবু সুফিয়ান

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বর্তমান সময়ের প্রধান দাবি। গত ৫ জানুয়ারি নগরীর নন্দনকানন তুলসীধামের মোহন্ত মহারাজ দেবদীপানন্দ পুরীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দেবদীপানন্দ পুরী মহারাজ আবু সুফিয়ানকে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। মতবিনিময়কালে তুলসীধাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের ক্লাস ১৫ জানুয়ারি থেকে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সাথে মীরসরাই কলেজ প্রতিনিধিদলের সাক্ষাৎ