চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বর্তমান সময়ের প্রধান দাবি। গত ৫ জানুয়ারি নগরীর নন্দনকানন তুলসীধামের মোহন্ত মহারাজ দেবদীপানন্দ পুরীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দেবদীপানন্দ পুরী মহারাজ আবু সুফিয়ানকে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। মতবিনিময়কালে তুলসীধাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












