সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশু দুটি, মর্মান্তিক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুসকান () ও মো. সাফওয়ান () সম্পর্কে আপন মামাতোফুফাতো ভাইবোন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের শামসু মেম্বারের পাড়ার ছিদ্দিক আহমদের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন সুমন জানান, এওচিয়া ইউনিয়নের দেওদিঘী এলাকার মো. জুয়েলের কন্যা শিশু মুসকান মাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নানা বাড়িতে বেড়াতে যায়। গতকাল দুপুরের দিকে মুসকান মামাতো ভাই সাফওয়ানের সাথে বাড়ির পাশে খেলা করছিল।

এ সময় সবার অগোচরে মুসকান ও সাফওয়ান বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এদিকে, দুই শিশুকে না দেখে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি
পরবর্তী নিবন্ধ২৪ লাখ ৬৭ হাজার কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া