সবাই মিলে রাউজানকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে : সামির কাদের

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

বিশিষ্ট ক্রীড়াবিদ, বিএনপি নেতা সামির কাদের চৌধুরী বলেছেন, গত ১৫ বছর ধরে শুনে আসছি, বাংলাদেশের হিসাব এক রাউজানের হিসাব এক। আমি বলতে চাই দেশের অন্যান্য জায়গা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের রাউজানও ততোটা গুরুত্বপূর্ণ। এখন কারো কাছে কাউকে চাঁদা দিতে হবে না। বাংলাদেশ স্বাধীন, রাউজানও স্বাধীন। আমাদের সবাই মিলে এই রাউজানকে সুন্দর করতে হবে। সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাউজানবাসীকে এক হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাটে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। কদলপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপি নেতা এম এ হাশেম। রাউজান উপজেলা স্বেচ্ছসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ ছবুরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিজ্জামান সোহেল, জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান। বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম চৌধুরী, কাজী গিয়াস, নুরুল আমীন তপন, মো. হোসেন বাচা, আলম হোসেন চৌধুরী, মো. সেলিম উদ্দিন, হাসান বাহাদুর, মো. ইব্রাহিম চৌধুরী, আনোয়ার হোসেন বাচলু, সোহেল চৌধুরী, মো. আলী সুমন, মো. এরশাদ, সাঈদ আমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, আরিফুল ইসলাম, তসলিম নেওয়াজ, আবদুল মান্নান, তসলিম উদ্দিন ইমন, ছোটন আজম, জাহিদুল ইসলাম, মো. ইমরান, লিমন চৌধুরী বাপ্পা, মো. সালাউদ্দিন, মো. বাদশা, মো. কাশেম, পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাঙামাটিতে পুলিশের মতবিনিময়