সবাইকে সতর্ক করলেন আফজাল হোসেন

ফেসবুক আইডি হ্যাক

| শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের ফেসবুক আইডি প্রায় দেড় মাস আগে হ্যাক হয়েছে। কিন্তু এখনো আইডিটি উদ্ধার করতে পারেননি তিনি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন এ অভিনেতা বলেন, ‘আমি ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলাম বলা যায়। কিন্তু প্রায় দেড় মাস হলো নিজে কোনো পোস্ট করতে পারছি না। আইডিটি নিজের আয়ত্তে আনতে পারিনি। খবর বাংলানিউজের।
এদিকে নিজের আইডি কখন হ্যাক হয়েছে সেটাও নির্দিষ্ট করে বলতে পারেননি এ অভিনেতা। এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, দুঃখজনক হলেও সত্যি যে, আমার ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাক করেছে আমার নিজেরও জানা নেই। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন টের পেলাম এটা আর আমার নিজের কন্ট্রোলে নেই। অনুগ্রহ পূর্বক কেউ ভুল বুঝবেন না। সবাইকে সতর্ক করে এই অভিনেতা বলেন, ‘আপাতত আমার ফেসবুক আইডির সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। কারণ, যারা হ্যাক করেছে তারা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। সে রকম কোনো মেসেজ কারো কাছে গেলে সেটাও কোনো উত্তর না দেওয়ার জন্য অনুরোধ করছি। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব।
ইতোমধ্যে ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন আফজাল হোসেন। সমপ্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে তার অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ নামে একটি ওয়েব সিরিজ।

পূর্ববর্তী নিবন্ধশাকিব খানের বাড়িতে হামলা
পরবর্তী নিবন্ধএসব বন্ধ করো : রাজ-মিমের কাছে পরীমনির আর্তি