বিএনপি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম সহ আশপাশের জেলাগুলোর লাখ লাখ মানুষ। তারা পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বিএনপি গণমানুষের দল। মানুষের যেকোনো বিপদে বিএনপি এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আমরা ত্রাণ নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
তিনি গতকাল সোমবার বিকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন ও পৌরসভার ৫ নং ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির, তপন কর, পৌরসভা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
বিএনপি লিটন : মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, ভয়াবহ বন্যায় বিভিন্ন উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে। তারা মানবেতর জীবন যাপন করছে। তিনি চট্টগ্রামবাসীকে দলমত নির্বিশেষে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি গতকাল সোমবার ফটিকছড়ির পূর্ব ভূজপুর কাজীর হাট এলাকায় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে শুকনা খাবার, চাল, ডাল, পানি, ওষুধ, দিয়াশলাই, মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম, ইউনুস চৌধুরী হাকিম, মো. ইব্রাহিম, ইদ্রিস সবুজ, ইকবাল হোসেন জিসান, মো. আনাছ, ফারুক বিন মুসা, মোজাহেরুল ইসলাম, জাবেদ জোবায়ের, মোবারক হোসেন, রকি সিদ্দিকি, মো. আসিফ, জয়, আকরাম সাঈদ, আবু সাঈদ, মাহমুদ, মনির হোসেন, ইফতেখার আহমেদ, মো. রিপন প্রমুখ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি : মানুষ মানুষের জন্য এই স্লোগান বাস্তবায়নে গতকাল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফটিকছড়িতে বন্যা আক্রান্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিত ঘোষ, নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), মো. ফখরুল ইসলাম গালিব ও মোহাম্মদ শাকিল।
নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় এলামনাই এসো : নাসিরাবাদ সরকারি উচ্চ বালক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বন্যা দুর্গতের মাঝে উপহার, অনুদানের নগদ এক লাখ টাকা, প্রায় ১০ বস্তা নতুন–পুরাতন কাপড় এবং ৭২০০ বোতল খাবারের পানি মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার– মাহফুজা জেরিনের হাতে তুলে দেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি– এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হাই জাহাঙ্গীর, এডভোকেট মোঃ বদরুল রিয়াজ। এই সময় এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা আনোয়ারুল বারী, যুগ্ম সম্পাদক মো: মিনহাজুর রহমান, এরফানুল ইসলাম খান লাবু, মো: ওমর ফারুক খান আসিফ, মো: আইনুল কবির, আরিফ উদ্দিন রাসেল এবং সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর ব্যবস্থাপনায় চকবাজার ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ তহবিলে বেশকিছু খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে। রবিবার মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান ত্রাণ কমিটির সভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিনের কাছে এ ত্রাণ হস্তান্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কাজী বেলাল, হারুনুজ্জামান, খাজা আহামদুর রহমান রাসেল, জাফর, আলমগীর, কাপাসগোলা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হাসান টিপু, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান লিটন, সিনবাদ, কামাল, ফারুক, হাবিব, আলম, রানা, তারেক,জাকের, ফাহিম, জয়নাল, সোহেল, ওয়াসিম প্রমুখ।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব : ‘সব কিছুর ঊর্ধ্বে জীবন ও মানবতা এবং জীবন ও মানবতা রক্ষাই সর্বোচ্চ ইবাদত’–মানবতার রাষ্ট্র ব্যবস্থার রুপকার আল্লামা ইমাম হায়াত কর্তৃক প্রদত্ত এই মানবিক চেতনা ও দায়িত্ববোধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ফেনীতে বন্যাদুর্গত অঞ্চল পানিবন্দি মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী এবং ওষুধ সরবরাহ করতে সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে অনেক ঝুঁকি নিয়ে কয়েকশত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনে ত্রাণ সহায়তা করে অনেক কষ্টে থাকা পানিবন্দী মানুষের মাঝে। তারা জানায়, এ সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত চালিয়ে রাখবে।
দেশ ও দেশের বাইরে থাকা সকল মানবিক মানুষদের প্রতি তারা এ সংকটে সার্বিকভাবে এগিয়ে আসারও আহবান জানায়। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তারা একটি ফ্রি মেডিকেল টিম গঠন করছে বলেও জানায়। একইসাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফেনী,নোয়াখালী, আখাউড়া, কুমিল্লাসহ অন্যান্য সকল বন্যা কবলিত জেলায় পানিবন্দী অঞ্চলেও অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য সেখানকার দায়িত্বশীল প্রতিনিধিরা কাজ করছে বলে জানা যায়। এসময় তারা উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সাথেও দূর্গম অঞ্চলে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে দেখা যায়।
টিসিবি ডিলার জনকল্যাণ সমিতি : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার জনকল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। টিসিবির যুগ্ম পরিচালক ও আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান শফিকুল ইসলাম সুমনের সার্বিক তত্বাবধানে এসব উপহার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন টিসিবি ডিলার জনকল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি এম এ সবুর, সাবেক সভাপতি কামরুল ইসলাম রাশেদসহ টিসিবি নগর ও গ্রামের বহু ডিলারবৃন্দ। সমিতির সভাপতি বলেন, ২৫০টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিবার প্রতি দেয়া হয় ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ২ লিটার পানি, ১/২ কেজি লবন, ১ কেজি মশুরডাল, ৬ পিচ মোমবাতি, ১ টি ম্যাচ লাইট, ১ প্যাকেট চিকেন বিরানি, ২ প্যাকেট মিষ্টি টোস্ট, ১টি প্যাকিং বস্তা ও সাবান। বিতরণকালে শফিকুল ইসলাম সুমন বলেন, বন্যাদুর্গতদের পাশে যেভাবে বিভিন্ন ব্যক্তি–সংগঠন পাশে দাঁড়িয়েছে তা নজিরবিহীন। টিসিবি ডিলার সমিতির এমন মহৎ উদ্যোগের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এলেম উদ্দিন, তাপস চৌধুরী, নাজিম উদ্দিন, মোবারক, এন ইসলাম, সৈয়দ মারুফ, আসাদ উদ্দিন সাজ্জাদ, আজিম আলী, মোশারফ হোসেন, আলা উদ্দিন, ইরান, জসিম, মুন্না, মোরশেদ আলম, মঞ্জু, হারুন।
এপেক্স বাংলাদেশ ও এপেক্স ক্লাব অব পটিয়া : গতকাল সোমবার এপেক্স বাংলাদেশ ও এপেক্স ক্লাব অব পটিয়ার যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশ ব্যক্তি ও পরিবারকে খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। সকালে মুরাদপুর, চট্টগ্রাম এলাকায় এপেক্স বাংলাদেশের পক্ষে সেবা কার্যক্রমটি উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহম্মদ মনি (সূফি মনি)। এ সময় বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার এন্ড চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান। অত:পর এপেক্স টীম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় দিনভর ত্রাণ বিতরণ করেন। এ সময় এপেক্স ক্লাব অব পটিয়ার সহ–সভাপতি এপে. আলমগীর আলম, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রালের অতীত সভাপতি এপে. এড. আদনান জাফরান, এপেক্স ক্লাব অব চট্টগ্রামের সভাপতি এপে. মহিউদ্দিন চৌধুরী জিকু ও অতীত সভাপতি রুবেল হোসেন নীল, এপেক্স ক্লাব অব পতেঙ্গার অতীত সভাপতি এপে. জাহেদুল ইসলাম তুষার, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব পটিয়ার সেক্রেটারী এপে. মোরশেদুর রেজা সূফি, পটিয়া ক্লাবের পরিচালক মীর এরশাদুর রহমান, নাফিস করিম চৌধুরী , মোঃ নাঈম আলমদার, এস এম আবু হেনা, মোঃ হারুনুর রশিদ, মোহাম্মদ সেলিম উদ্দিনসহ এপেক্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এপেক্স–এর পক্ষে অসহায় মানুষের জন্য এই সফল সেবা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জাতীয় সভাপতি, জাতীয় সহ–সভাপতি, জাতীয় সেবা পরিচালক, জেলা গভর্নর–০৩ সহ জাতীয় বোর্ডের সকলের পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।
মমতাজ বেগম ফাউন্ডেশন : জাবেদ নুরুল ইসলাম ও মমতাজ বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেনীতে বন্যা এলাকায় ৫০০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তায় রাজনৈতিক দল সহ সকল সামাজিক সংগঠন এগিয়ে আসার জন্য মানবতার সেবক জাবেদ নজরুল ইসলাম আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের যেকোন দুর্যোগে চট্টগ্রামের আপাময় জনসাধারণ ঝাপিয়ে পড়ে। এবার ফেনীর বন্যার দুর্যোগে টা স্ব চোখে দেখা যায়। চট্রগ্রাম হতে শত শত ট্রাক নৌকা এবং ত্রাণ সামগ্রী নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সামাজিক কাজে সার্বিক সহযোগিতা করেছেন তরুন উদ্যক্তা পাওয়ার সোর্স এর সিইও মো আল নাহিয়ান ইসলাম, এম কে ট্রেডিং এর ইমন, মিনহাজ, তামিম, বন্ধু মহল, দাইয়া পাড়া যুব সমাজের সকল সদস্য।