সবাইকে নিয়ে কাজ করতে চান কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ অক্টোবর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

টানা চতুর্থবার বাফুফে সভাপতি নির্বাচিত হয়ে কাউন্সিলরদের ধন্যবাদ জানালেন কাজী সালাউদ্দিন। প্রতিশ্রুতি দিলেন সবাইকে নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করার। সালাউদ্দিন নির্বাচিত সঙ্গীদের নিয়ে শনিবার রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে আসেন। সালাউদ্দিনের ‘সম্মিলিত পরিষদ’ থেকে সব মিলিয়ে পাস করেছেন ১৪ জন। ‘সমন্বয় পরিষদ’ থেকে ছয় জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ‘আমাদের বিজয়টা ভোটারদের বিজয়। অনেকে অনেক কথা বলেছে নির্বাচনের আগে। উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের। ভোটাররা উত্তর দিয়েছে। ভোটারদেরকে আমি এবং আমার প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’ ‘১২ বছরে কোনো লিগ, খেলা মিস হয়নি। এবং এটা করি বলেই খেলোয়াড়রা এবং কাউন্সিলররা যারা ফুটবলের সঙ্গে সরাসরি জড়িত তারাই আমাকে সাপোর্ট করে। এটাই একমাত্র কারণ। আজকে সব খেলোয়াড়রা, কারেন্ট প্লেয়াররা আমাকে উইস করতে আসছে। যারা এখনও খেলছে। অতীতের খেলোয়াড়রা না। আজকের খেলোয়াড়রা যখন আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে, তখনই আমি বুঝেছি, হয়ত আমি কিছু ঠিক কাজ করেছি। এজন্য আসছে।’ ‘যারা নির্বাচিত হয়ে এসেছে, তারা আমার প্যানেল থেকে আসুক বা অন্য প্যানেল থেকে। তাদেরকে তো ভোটাররা এনেছে। অবশ্যই আমি তাদের সঙ্গে কাজ করব। কারণ আমি তো ফুটবল করতে আসছি। এটা রাজনীতি না যে, এক দলের সঙ্গে এক দলের মিলবে না।’

পূর্ববর্তী নিবন্ধতিন দলের ওয়ানডে সিরিজে নেই মাশরাফি
পরবর্তী নিবন্ধদ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন তামিম