জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক তৈয়ব চৌধুরী। সভায় শেল্টার হোমস–এর শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। অধ্যাপক তৈয়ব চৌধুরী তার বক্তব্যে বলেন, শিশুদের পাশে সবসময় থাকতে হবে। অনেক বিত্তবান শ্রেণির মানুষ পাশে থাকেন বলেই সুবিধা বঞ্চিত মানুষগুলো ও শিশুরা ভালো আছে।
সভায় অন্যদের মধ্যে ছিলেন অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক রোকেয়া বেগম, অধ্যাপক সামশুন নাহার আনোয়ার, রোটারিয়ান নুরুল আলম কিরন, রেজাউর রহমান, মো. শাহ আলম, নাসিমা আক্তার ডেইজি, আয়েশা জয়নব, ব্যাংকার সালমা বেগম, ফারজানা কামাল, লেখক জেবুন্নেসা সুইটি ও ফারজানা রহমান শিমু। শেল্টার হোমস–এর শিশু ও অতিথিদের গান ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
প্রসঙ্গত, জান্নাত ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৃদ্ধ ভাতা, শিক্ষা অনুদান, সেলাই মেশিন বিতরণসহ নানাবিধ কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি।