সবসময় গণমানুষের কল্যাণের কথা ভাবতেন রফিকুল আলম

স্মরণসভায় এম এ ছালাম

| রবিবার , ৫ জুন, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেন, রফিকুল আলম রফিক ছিলেন আমার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা। তিনি সবসময় মোহরা এলাকার গণমানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। তার সহযোগিতা ও পরামর্শে আমি এ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়েছি।

মৃত্যু তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি। তিনি আমাদের মাঝে না থাকলেও তার কর্ম, আদর্শ ও সৃষ্টির মধ্য দিয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল শনিবার ৫ নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রফিকুল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এর আগে তিনি মরহুমের কবর জেয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবুল হাশেম, মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, নুরুল আবছার খান, আবুল কাশেম আরজু, মোরশেদ খোকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখানো হচ্ছে
পরবর্তী নিবন্ধদৃষ্টি চট্টগ্রামের ক্লাইমেট কংগ্রেস