সবদার আলীর মৃত্যুবার্ষিকীতে হোটেল আগ্রাবাদের স্মরণসভা

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সবদার আলীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ।

আগামী ৫ জুলাই মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে হোটেল আগ্রাবাদে। অনুষ্ঠানে পরিবারের সদস্য, আলেমওলামা ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলীসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

হোটেল আগ্রাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুম সাবদার আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তাঁর রেখে যাওয়া আদর্শ ও নেতৃত্বে আতিথেয়তা শিল্পে যে ভিত্তি তৈরি হয়েছে, তা বর্তমান ব্যবস্থাপনায়ও অনুসরণ করা হচ্ছে। ৬ জুলাই মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এরপর হোটেলের কর্ণফুলী হলে সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। অনুষ্ঠানের শেষ অংশে মরহুম সাবদার আলীর জীবন, কর্ম এবং আতিথেয়তা খাতে তাঁর অবদানের ওপর আলোকপাত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে হেলথ কার্ড বিডি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৫ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার