সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে মোটরে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের অন্তর্গত মনকিচর গ্রামে নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মনকিচর সেইন্যা পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সকালে সেইন্যা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ ক ম আশিক হোছাইন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মোক্তার আহমদ শুক্রবার সকালে বাড়ির অদূরে নতুন ভিটায় সবজি ক্ষেতে মোটর চালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যান। মোটর ছাড়ার পর হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আবারও শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা