নগরীর কাঁচাবাজারগুলোতে সরবরাহ বাড়ার কারণে কমছে শীতকালীন সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে ১০–১৫ টাকা পর্যন্ত। সবজির বিক্রেতারা বলছেন, দেশের উত্তরাঞ্চলে শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। তাই সবজির সরবরাহও বেড়েছে। দামও কমেছে। তবে আলুর দাম এখনো কমেনি।
গতকাল নগরীর কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শীতকালীন সবজির মধ্যে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০–৫০ টাকা। এছাড়া বাধাকপি বিক্রি হচ্ছে ৩০–৪০টাকা, শিম প্রতিকেজি ৬০–৮০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে কেজি ৩০ টাকায়। অন্যদিকে টমেটো ১১০–১২০ টাকা, বেগুন ৫০– ৬০ টাকা, লাউ ৩০–৩৫ টাকা এবং মিষ্টি কুমড়া ৪৫–৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পুরাতন আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকা এবং নতুন আলু বিক্রি হচ্ছে ৮৫–৯০ টাকায়। অপরদিকে কাজীর দেউড়ি বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।