সবজির বাজারে উত্তাপ, বাড়ছে মাছ-মাংসের দামও

জাহেদুল কবির | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:০৩ পূর্বাহ্ণ

বেড়েই চলেছে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির পরেও নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া গত সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী রয়েছে মাছমাংসের বাজার। সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে পর্যাপ্ত সবজি আসছে না। তাই দাম বাড়তি।

গতকাল নগরীর কাজীর দেউরি ও বেটারি গলি কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া পটল ৪০৫০ টাকা, ঢেঁড়স ৫০৬০ টাকা, কচুর লতি ৫০৬০ টাকা, পেঁপে ৪০৫০, আলু ৪০৪৫ টাকা, বরবটি ৭০৮০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৩০৪০ টাকায়। এছাড়া দেশী টমেটো বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৫০৩৬০ টাকায়। এছাড়া শিম ১৫০ থেকে ১৬০ টাকা, কাকরল ৬০৭০ টাকা, চাল কুমড়া প্রতিটি বিক্রি হচ্ছে ৫০৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৩০৪০ টাকায় এবং মিষ্টি কুমড়া কাঁচা বিক্রি হচ্ছে ৪০ টাকা এবং পাঁকা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

কাজীর দেউরি বাজারের সবজি বিক্রেতা মো. আজম বলেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম। তাই দাম একটু বাড়তি। এছাড়া বাজারে ভারতীয় টমেটো আমদানি বন্ধ হওয়ার জেরে বাজারে টমেটোর দাম দুইশত টাকা ছাড়িয়ে গেছে। সরবরাহ কমার কারণে কাঁচা মরিচের দামও বাড়ছে। এদিকে মাছের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, কাতাল মাছ ৪০০ থেকে ৫০০ টাকায়, চিংড়ি মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, কাচকি মাছ ৪০০ থেকে ৪৫০, টেংরা মাছ ৭০০ থেকে ৮০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, পাঙ্গাস মাছ ১৭০১৮০ টাকা, তেলাপোয়া মাছ ২২০২৩০ টাকা এবং শিং মাছ বিক্রি হচ্ছে ৫৫০৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেটারি গলি বাজারের মাছ বিক্রেতা আমির হোসেন বলেন, বাজারে মাছের সরবরাহ সংকট রয়েছে। তাই সব ধরনের মাছের দাম ২০৫০ টাকা বেড়ে গেছে। অন্যদিকে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫১৭০, দেশি মুরগি ৫০০৫৫০ টাকা এবং গরুর মাংস ৭৫০৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি জনগণের ম্যান্ডেট মেনে নিতে পারে না : জয়
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা