সবজির কার্টনে ৫০ লাখ টাকার সমান রিয়াল ও দিরহাম

শাহ আমানতে দুবাইগামী যাত্রী আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকার সমান বৈদেশিক মুদ্রাসহ সাকিব নেওয়াজ নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।

গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন ৭ নম্বর গেটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে। ওই যাত্রী ব্যাগেজে সবজির কার্টনের ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা সাকিব নেওয়াজ বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। তার সবজির কার্টনে ১ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ ৭৮ হাজার টাকা), ৫৭৫ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা) এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ২ হাজার ৬৮০ টাকা) পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান। উদ্ধার করা বিদেশি মুদ্রা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন। তিনি সরকার নির্ধারিত পরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি (৭ হাজার ইউএস ডলারের সমান) মুদ্রা পাচারের চেষ্টা করায় তার কাছে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে, যা জব্দ হবে। এনএসআইর সুপারিশে কাস্টমস কর্তৃক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় বিমান বন্দর কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধভারতে বসে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের ষড়যন্ত্রে মেতেছেন হাসিনা
পরবর্তী নিবন্ধত্রিপুরার হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের সেবা না দেওয়ার সিদ্ধান্ত