সবচেয়ে বেশি ভ্যাট রিটার্ন জমা হলো চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীনে ৮ বিভাগে সমপ্রতি ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে রিটার্নের পরিমাণের পাশাপাশি রাজস্ব আয়ও বেড়েছে। ভ্যাট কর্মকর্তারা জানান, গত কর মেয়াদের তুলনায় অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ৩ হাজার বেড়েছে। এছাড়া গত ২০১৯-২০ অর্থবছরের ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছিল ৬৭৯ কোটি ৩৩ লাখ টাকা এবং চলতি ২০২০-২১ অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছে ৬৯৮ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ বেশি আদায় হয়েছে ১৯ কোটি ৩২ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত ডিসেম্বরে সবচেয়ে বেশি রিটার্ন দাখিল হয়েছে চট্টগ্রামে। গত ডিসেম্বর কর মেয়াদে অনলাইনে সারা দেশে ভ্যাট রিটার্ন দাখিল হয়েছে ৮৯ হাজার ৬২৮টি। এর মধ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে জমা পড়েছে ১৬ হাজার ২৭৫টি। যা সারা দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে সর্বোচ্চ। চট্টগ্রামে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ২৭ হাজার ৪২৭টি। অনলাইনে দাখিল করা রিটার্নের হার মোট নিবন্ধনের ৬০ শতাংশ।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, ভ্যাট মেলা ও ভ্যাট বুথ স্থাপনের ফলে ব্যবসায়ীদের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতেও অনলাইনের মাধ্যমে নির্বিঘ্নে ভ্যাট দিতে পারেন সেই লক্ষ্যে ভ্যাট বুথ ও মেলার আয়োজন অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপানছড়িতে দুর্বৃত্তের হামলায় কলেজ ছাত্র নিহত
পরবর্তী নিবন্ধকরোনা টিকার প্রয়োগেও সফল হবে সরকার : কাদের