সবচেয়ে বেশি বার এভারেস্ট জয়ে এক শেরপার রেকর্ড ভাঙলেন আরেক শেরপা

| সোমবার , ১৫ মে, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

নেপালি গাইড পাসাং দাওয়া শেরপা ২৬তম বারের মত বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্ট জয় করেছেন। ৪৬ বছর বয়সী পাসাং দ্বিতীয় ব্যক্তি যিনি এতবার এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু উচ্চতায় উঠেছেন বলে রোববার জানিয়েছেন নেপালের পর্যটন কর্মকর্তা বিজয়ান কৌরালা। পাসাংয়ের আগে কেবল কামি রিতা শেরপার ২৬ বার এভারেস্ট জয়ের রেকর্ড আছে। কামি রিতা এখনো গাইড হিসেবে কাজ করছেন। তাই তিনি আরেকবার এভারেস্ট জয় করলেই নতুন রেকর্ডের মালিক হবেন। পাসাং সর্বশেষ হাঙ্গেরির একজন পর্বতারোহীকে নিয়ে এভারেস্টের চূড়ায় গিয়েছেন বলে জানায় ‘ইমাজিন নেপাল ট্রেকস’। পাসাং এই হাইকিং কোম্পানির হয়ে গাইডের কাজ করেন। পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করেই জীবিকা নির্বাহ করেন শেরপারা। নেপালে মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়কে এভারেস্ট জয়ের মৌসুম হিসেবে ধরা হয়। খবর বিডিনিউজের।

এ সময়ে সারা বিশ্ব থেকে প্রচুর পর্বতারোহী এভারেস্ট জয়ের আশায় নেপালে যান। এ বছর নেপাল সরকার রেকর্ড ৪৬৭ জন বিদেশিকে এভারেস্টের চূড়ায় ওঠার অনুমতিপত্র দিয়েছে। প্রত্যেক পর্বতারোহীকে অন্তত একজন শেরপাকে সঙ্গে নিয়ে এভারেস্ট বিজয় অভিযানে যেতে হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.৭৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, পাল্লা ভারী থাকসিনের মেয়ের