সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও। কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বমঞ্চে আরো নাম লিখিয়েছে পানামা। তাদের সাথে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি। কনকাকাফ বাছাইপর্বে মাত্র এক লাখ ৫৬ হাজার মানুষের দেশ কুরাসাও কিংস্টোনে জ্যামাইকার সাথে গোলশুণ্য ড্র করে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ১৯৭৪ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা হাইতি নিকারাগুয়ার বিপক্ষে ২০ গোলের জয়ে কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের টিকেট নিশ্চিত করেছে। এছাড়া ঘরের মাঠে এল সালভাদোরকে ৩০ গোলে উড়িয়ে দিয়ে বাছাইপর্বের বাঁধা পার করেছে পানামা। এই জয়ে গ্রুপএ থেকে শীর্ষ দল হিসেবে পানামার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। কুরাসাওর ডাগ আউটে কাল ছিলেন না ডাচ কোচ ডিক এ্যাডভোকাট। পারিবারিক কারনে নেদারল্যান্ডে থাকায় দলের সাথে ঐতিহাসিক ম্যাচটি তিনি উপভোগ করতে পারেননি। ছয় ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে জ্যামাইকাকে এক পয়েন্টে পিছনে ফেলে গ্রুপবি’র শীর্ষ দল হিসেবে কুরাসাও প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে সবচেয়ে ছোট দেশ হিসেবে ২০১৮ সালে সাড়ে তিন লাখ জনগনের দেশ আইসল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে : মীর হেলাল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বউচি খেলায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জয়লাভ