সবচেয়ে ‘ক্ষুদ্রাকৃতির’ মা আজও মেলেনি স্বীকৃতি

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মায়ের রেকর্ড রয়েছে আমেরিকার স্টেসি হেরাল্ডের। মাত্র ২৮ ইঞ্চি উচ্চতা নিয়ে ২০০৬ সালে প্রথম ‘মা’ হন এই খর্বাকায় নারী। কয়েক বছরের ব্যবধানে তিন সন্তান জন্ম দেন। এরপর ২০১৮ সালে স্বাভাবিকভাবেই মারা যান রেকর্ডধারী স্টেসি হেরাল্ড। খবর বাংলানিউজের।
আর মাত্র ৩৮ ইঞ্চি উচ্চতা নিয়ে ২০১৩ সালে মা হয়েছেন রাজশাহীর মাসুরা বেগম। তাই উচ্চতা হিসাবে মাসুরা বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার প্রথম খর্বাকৃতির মা। আর তিনি জীবিত এবং সন্তান ও স্বামী নিয়ে দিব্যি সংসার করে চলেছেন। তবে কেবল প্রচারণার অভাবে রাজশাহীর এই খর্বাকৃতি মায়ের নাম এখনও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ওঠেনি! রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামের মাদরাসা মোড়ে বাড়ি মাসুরার। গাইবান্ধা থেকে এই গ্রামে কাজ করতে এসেছিলেন মনিরুল ইসলাম। সেখানেই দেখে মাসুরাকে দেখে পছন্দ করেন। এরপর ২০০৩ সালে ভালোবেসে বিয়ে করেন মাসুরাকে। তবে বয়স ও আকৃতির কারণে মাসুরাকে বিয়ে করতেও বেগ পেতে হয় তাকে। কারণ ওই সময় মাসুরার বয়স ছিল ১৪ বছর আর ওজন ১০ কেজি! রাজধানীর বিভিন্ন এলাকা ও বগুড়াসহ কয়েক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত তাদের বিয়ে পড়াতে রাজি হন এক কাজী। বিয়ের প্রায় ১০ বছর পর ২০১৩ সালে মাসুরা ও মনিরুলের সংসার আলো করে আসে একটি কন্যাসন্তান। মাসুরার গর্ভকালীন চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের তৎকালীন প্রধান প্রফেসর ডা. হাসিনা আক্তার ও আবাসিক সার্জন নূরে আতিয়া লাভলী। তাদের মতেও রাজশাহীর পবার এই মাসুরাই এশিয়ার খর্বাকৃতির মা। বর্তমানে মাসুরার বয়স ৩৩ বছর। তার ওজন ১২ কেজি। তবে প্রায় দেড় যুগ ধরে খবর্কায় স্ত্রী মাসুরার সঙ্গে ঘর বেঁধে সুখেই সংসার করছেন মনিরুল ইসলাম।
অন্যদিকে মাসুরা বেগম জানান, তিনি এশিয়ার সর্ব ক্ষুদ্রাকৃতির মা। অথচ আজও তার কোনো স্বীকৃতি মেলেনি! এর ওপর অভাব-অনটনের কষাঘাতে ভালো নেই তিনি ও তার পরিবার। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, তার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে সহায়তা দেওয়া হয়েছে। তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া পবা উপজেলার পারিলা ইউনিয়নে তাদের মাথা গোঁজার জন্য বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক থেকে দুই মাসের মধ্যে তাকে বাড়ি করে দেওয়া হবে। এছাড়া তিনি এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রাকৃতির মা হয়ে থাকলে অবশ্যই তাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও তিনি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে আমির ভাণ্ডারে ১২ দিনব্যাপী মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা