সবচেয়ে উষ্ণ বছর ২০২৩

| বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন। এবার নিশ্চিত করে বললেন, মানব ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর ২০২৩। এই রেকর্ড হওয়ার পেছনে কাজ করেছে মানব সৃষ্ট কারণে জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক কারণে হওয়া এল নিনোর প্রভাব। ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট সার্ভিস থেকে বলা হয়, প্রাকশিল্পায়ন যুগের তুলনায় গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

বিবিসির বিশেষজ্ঞরা বলেছেন, গত বছর জুলাই থেকে প্রায় প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হয়েছে। আর অক্টোবর মাসের গড় উষ্ণতা দেখার পরই বিজ্ঞানীরা ২০২৩ উষ্ণতম বছর হতে চলেছে বলে নিশ্চিত হন। শিল্পবিপ্লবের আগে অর্থাৎ, ১৮৫০১৯০০ সালের মধ্যে অক্টোবরের গড় উষ্ণতা যা ছিল, তার চেয়ে এ বছর অক্টোবরে উষ্ণতা ০ দশমিক ৪ ডিগ্রি বেশি ছিল। অনেকের কাছে এই মাত্রা নগণ্য মনে হলেও জলবায়ু বিজ্ঞান তা মনে করছে না। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবর্তমানের শিখনে বৈশ্বিক নাগরিক হয়ে গড়ে উঠুক শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধপ্রবাহ