সবকিছুর প্রেরণা একুশ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করেছে। শহীদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে ভাষা শহীদদের। এ সময় সুধীজন বলেন, একুশ আমাদের প্রেরণা। একুশ আমাদের শিক্ষা দেয় অন্যায়ের কাছে মাথা নত না করার। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে মিশে আছে ভাষা আন্দোলন। ভাষা শহীদদের আত্মত্যাগই মূলত স্বাধীনতার বীজ বুনেছিল।
৩৭ নং মুনিরনগর ওয়ার্ড : ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদের উদ্যোগে পোর্ট কলোনি ১২ নং রোড শহীদ মিনারে এসে পুস্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৩টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর অনুপম সেন। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক আবুল মনসুর আহম্মদ। আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জগলুর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি এম আর আজিম, নুরজাহান বারী, আহসানুল করিম ও মেজবাহ উদ্দিন আহম্মদ মোর্শেদ।
ফিনল্যান্ড : ফিনল্যান্ডে উদযাপিত হলো মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত সালেহ আহমেদ, মাইনুল ইসলাম, ডক্টর মুজিব দপ্তরি, মহিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ কুদ্দুস, ইমাম হোসেন, ইভান ইসলাম, সাফিন আহমেদ, আজিজুল ইসলাম, সবুজ, ড. জহির উদ্দিন আহমেদ।
স্পৃহা মানবিক সংগঠন : পাহাড়তলী থানাধীন সরাইপাড়া বহরা মসজিদ সংলগ্ন আশরাফ আলীর মাঠ প্রাঙ্গণে গত রোববার স্পৃহা মানবিক সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া, লায়ন এম শওকত আলী, এবিএম লুৎফুল হক খুশি। উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, ডা. নুরুল ইসলাম, মাহবুবুল,আবদুল্লাহ্‌ খান বাবলু, মাওলানা মো. কামাল, আশ্রাফ আলী, মুজিবুর রহমান প্রমুখ।
পিংগলা ফুটন্ত ফুল সংঘ : পটিয়ার পিংগলা ফুটন্ত ফুল সংঘের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংঘের সভাপতি ফরহাদুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জসীমুল আনোয়ার খান। প্রধান বক্তা ছিলেন মীর জাকের আহমদ। বিশেষ অতিথি ছিলেন মো. কাইছ, ফজলুল হক খান, ছলিম উল্লাহ খান, আবদুর রহমান খান। লিয়াকত আলী খানের পরিচালনায় বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, মো. ইয়াছিন, মনজুরুল আলম খান। উপস্থিত ছিলেন আব্বাছ আলী, মাহফুজুল হক, শওকত আলী লিটন, শাখাওয়াত হোসেন শাকিল, রনী, ছৈয়দ নুর, আকিব, জুলফিকার আলী টিংকু, ফিরোজ আজম, আকাশ, বোরহান উদ্দিন শাকিল প্রমুখ।
আল হাসানাইন মডেল মাদরাসা : ভূজপুর নারায়ণহাট আল হাসানাইন মডেল মাদরাসার ব্যবস্থাপনায় মাদরাসার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকীর সভাপতিত্বে পরিচালক মাওলানা আবদুস সামাদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব মো. শওকত আকবর। বক্তব্য রাখেন মাদরাসার উপদেষ্টা মুহাম্মদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার, ফটিকছড়ি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ সেলিম আরমান, মাস্টার মুহাম্মদ জাহেদুল ইসলাম, মুহাম্মদ নাঈম উদ্দিন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহা আলম কাদেরী, মুহাম্মদ শিপন, মাওলানা মুহাম্মদ মির্জা, মুহাম্মদ মুক্তার হোসেন, মুহাম্মদ নিয়াজুল নাঈম, মুহাম্মদ আতিকুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা শাহেনা আক্তার, হাসিনা আক্তার, মুন্নী আকতার প্রমুখ।
পেরেন্টস কেয়ার স্কুল: পেরেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা স্কুল প্রাঙ্গণে অধ্যক্ষ জোহরা আবজুন শিউলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান আলোচক ছিলেন এডমিন ডা. এম এ ফজল। বিশেষ অতিথি ছিলেন রেভা রাণী দাশ। জাবেদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আয়েশা আমান, আফিফা আমান, আফরোজা চৌধুরী, রুপশ্রী চৌধুরী, শান্তা দাশ, নিপা পোদ্দার, আনিসুল ইসলাম, কলিম উল্লাহ রাহাত, উৎস দত্ত, সাব্বীর হোসেন, অজয় চৌধুরী, রবিউল ইসলাম ও মণি দাশ।
মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম : মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহমেদ, বর্তমান সভাপতি কালু কুমার দে, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ ইউনুছ ভূঁঁঁঞা, এস এম নিজাম উদ্দিন হারুন, মো. আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, মো. ইসমাইল নিজামী সবুজ, মোহাম্মদ বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান, ওমর ফারুক আজাদ ও বাহারুল ইসলাম ভূঁইয়া।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে ষোলশহর ২ নং গেট জয় বাংলা চত্বরে সালাম, জব্বার, রফিক, বরকতের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আকবর, একেএম জাফরুল্লাহ চৌধুরী, মাবুদ সওদাগর, বজল মোহাম্মদ, নটরাজ গুপ্ত, মোহাম্মদ বেলাল, সুমন নাথ, মো. সুমন, বাবুল, মোহাম্মদ আরিফ, সোহাগ, রুবেল, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ আফসার, মো. মাসুম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ হাছিব প্রমুখ।
কধুরখীল স্কুল : বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জালি প্রদান করেছে এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, মো. ছালে জঙ্গী, বিকাশ নাথ, সৈয়দ আনিছুর জামান, এসএম আবু কায়েস শিমুল ও মো. ইকবাল হোসেন।
উত্তর জেলা মহিলা আ.লীগ: চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে নগরীর দোস্তবিল্ডিংয়ে গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহিদা সুলতানা, রওশন আারা, সাংগঠনিক সম্পাদক জাহানারা নাজনীন, সেলিনা আকতার, অ্যাডভোকেট রেহেনা আকতার, ফরিদা বেগম নাজমা, অ্যাডভোকেট লক্ষী রানি চক্রবর্তী, লিপি দেয়ানজি, পারভিন আকতার, শীলা চৌধুরী, চিনু রুদ্র প্রমুখ।
মোজাফরাবাদ কলেজ : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া মুজাফরাবাদ কলেজে আলোচনা সভা রোববার কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. আবু ছৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসান মাহমুদ ও কৌশিক চৌধূরী, অধ্যাপক নুরুল ইসলাম, নাছরীন আখতার, কনিকা দাশ, গোপা চৌধুরী, আব্দুস শুক্কুর, প্রবীর মিত্র প্রমুখ।
দক্ষিণ জেলা যুব মহিলা লীগ : দক্ষিণ জেলা যু্‌ব মহিলা লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন জোবাইদা গুলশান আরা জিমি, দিলরুবা চৌধুরী শিরিন, জগদা চৌধুরী সুপ্রিয়া, রোকসানা আকতার সুখী, শামীমা হক বিথী, কামরুন নাহার, আয়েশা সিদ্দিকা রুমী, হাসিনা তুন তাসকিন ও বিথী।
চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ : চট্টগ্রাম কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ। উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন ইভান, মুজিবুর রহমান রাসেল, নাইমুল হাসান তুষার, মিশকাত খোকা, তামজিদ মাহাবুব জিদান, শিহাব হাসান, মেহরাব হোসেন, নাজমুল হাসান তোফা, অন্তর কর, নওশাদ শোয়েব, মো. মামুন, ইব্রাহিম, মো. তামজিদ, শান্তু, তন্ময়, ইমু ও রাফি।
সরফভাটা সমিতি চট্টগ্রাম : সরফভাটা সমিতি চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও সিডিএ স্কুল প্রাঙ্গণ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বহদ্দারহাট সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল। সাধারণ সম্পাদক মো. শফিউল আজমের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ জসিম উদ্দীন, আমিনুল ইসলাম বেলাল, শামসুল আলম, নিজামুল ইসলাম সরফী, মোহাম্মদ ইউনুস, আহসান শাহ আইয়ুব, মো. জাহেদুল ইসলাম, সিকদার মানিক, কাজী এ কে এম সাইফুদ্দিন মামুন, জসিম উদ্দীন, জালাল উদ্দিন প্রমুখ।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি-বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সহ-সভাপতি শিপ্রাবসু মল্লিক, রতন কুমার আচার্য, শান্তিপদ আচার্য, সাধারণ সম্পাদক রুবেল শীল, নির্বাহী সদস্য বরুণ কুমার আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, ঝুমুর সর্দ্দার, বাবলা দাশ, তপন সর্দ্দার, সোমা চৌধুরী, কাশ্মিরী দাশ, সোমা গুহ, অর্চ্চনা রাণী আচার্য, তুর্ণা আচার্য, সোনারাম আচার্য প্রমুখ।
আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন : বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এড. লায়ন শেখর দত্ত, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদ রাজ মোহাম্মদ আজাদ মাস্টার, আমজাদ মেম্বার, নুরুল হোসেন লিটু, ফজলুল কবীর, ফরিদ উদ্দীন, জিয়াউদ্দীন আরিফ, মনছুর উদ্দীন, ছাবের আহমদ ও শাহাদাত হোসেন।
সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা বিদ্যালয় : সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ১৫ নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মিজান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মেজবাউর রহমান, ইয়াকুব আলী, নুরুল আলম, সাংবাদিক হিমাদ্রি রাহা, ফারুক আহামেদ, মেহেদী হাসান, নুরনবী ভুট্টো, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মঞ্জুর, মাকছুদুর রহমান, আনোয়ারুল কবির, আবদুর রহিম শিবলী, আইনুল কবির মুন্না সহ অনেকে।
বায়েজিদ থানা যুবলীগ-ছাত্রলীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়েজিদ থানা যুবলীগ-ছাত্রলীগ ও ২নং ওয়ার্ড যুবলীগ-ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২নং জালালাবাদ ওয়ার্ডস্থ কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুলের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের হুমায়ুন আলম মুন্না, সৈয়দ আবু আজম, কাজী সগীর, নগর যুবলীগের হাজী মো. ইব্রাহীম, রেজাউল আলম রিপন, জাবেদ হোসেন, সাইফুল ইসলাম, এম আর এ হৃদয়, মান্নান, সোহেল, মো. হেলাল, কৃষ্ণ কুমার, মো নেজাম, সেলিম, রাজু, তানজিল বিন রফিক, আমিরুজ্জামান জনি, ইফতেখারুল ইসলাম সুজন, শফিউল আলম, মোহাম্মদ রিপন, মিরাজ আহমেদ রাহী, প্রবীর দেওয়ানজী, মো. নাঈম উদ্দিন, রায়হান উদ্দিন, আকাশ, মনির হোসেন, আশীষ নাথ, শাহেদ, মুরাদ, সাগর দাশ, আজিম, সুমন, ইব্রাহীম, বাবুল, খোরশেদ, আসাদ, সজীব, রানা, আরিফ, রিমু, শাহীন, খোরশেদ, বাবু প্রমুখ।
মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম : অমর একুশের ভাষা শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি এড. সাইফুন্নাহার খুশী, সহ-সভাপতি ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী, মহানগর সভাপতি রাজীব চন্দ্র, জেলা সাধারণ সম্পাদক দীপন দাশ, পলাশ বড়ুয়া, মোস্তাফিজুর রহমান বিপ্লব, শীলা চৌধুরী, এড. সৈকত দাশগুপ্ত, এড. রাশেদুল ইসলাম, ডা. মিঠুন ঘোষ, ডা. উজ্জ্বল দাশ, আশরাফ খান, আঁচল চক্রবর্তী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ২৫ হতদরিদ্র পেল শীতবস্ত্র
পরবর্তী নিবন্ধরাউজানে ১০ কিমি ম্যারাথন ৬ মার্চ ।। অংশ নেবে দুই হাজার নারী-পুরুষ