সবই পরিবর্তন হয় কিন্তু …

শরণংকর বড়ুয়া | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

আমাদের সোনার বাংলার পবিত্র মাটিতে সাড়া বছর উৎকৃষ্ট ফলন হয়। ছয় ঋতুর পরিবর্তনের সাথে সাথে কত সুমধুর স্নিগ্ধ বাতাসের মহামিলন ঘটে। কত রকমের শষ্য, নানা রকমের ফলাফল পাওয়া যায়। আমাদের সংস্কৃতিতে লুকিয়ে আছে আমাদের সভ্যতা। আমরা লিখতে, গাইতে, পেট ভরে খেতে ভালোবাসি, স্বাছন্দে থাকতে পছন্দ করি। কিন্তু ঘটনাচক্রে বার বার আটকে পড়ি। থমকে যায় চলার পথ। স্তম্ভিত হয়ে পড়ি, বিবেক নাড়া দেয়। বারে বারে পরিবর্তন আসে কিন্তু পরিবর্তন হয় না মানুষের মন মানসিকতা ও ভাগ্যের। সব সময় শুধু ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চেয়ার নিয়ে কাড়াকাড়ি, সম্পদ নিয়ে হানাহানি খুনাখুনি। এত সব হওয়ার কারণ নৈতিকতা ও আন্তরিকতার এবং জ্ঞানের অভাব। ধর্মের মূল বিষয় বস্তু আমরা বুঝি না। তাছাড়া ইতিহাস জানি না, পড়ি না, সত্যকে সব সময় আড়াল করি। অনিয়মকে নিয়মে আনার চেষ্টা করি। ছোট কাল থেকে স্বপ্ন সুখের বাসা বুকের মধ্যে, মনের মাঝে বেঁধে রাখতে রাখতে একে বারে মনে জং ধরে গেছে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয় না। বয়স যতই বাড়ছে জীবন থেকে আনন্দ গুলো মুছে যাচ্ছে। নদীর নিদিষ্ট গতিপথ থাকে কিন্তু বাঙালির গতিপথ বাঙালি নিজেরাই বুঝে না। ভাগ্যের নির্মম অভিশাপে প্রতিনিয়ত পাওয়ার সংগ্রাম করেই যাচ্ছি, করে যাচ্ছি। জন্ম, জ্বরা, মৃত্যু, দুঃখ এই সব নিয়ে মানুষের জীবন। দুঃখ আমরা নিজেরাই সৃষ্টি করি অজ্ঞানতার কারণে। আমাদের মধ্যে তৃষ্ণা, লোভ, হিংসা এতই বেশি যার কারণে আমাদের অশান্তি বেশি। কেউ বুঝতে চাই না সকলেই মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। অহংকার অর্থ সম্পদ সব অর্জন মুহূর্তের মধ্যে বিলীন হয়ে মাটিতে মিশে যাবে। সঙ্গী হবে এক টুকরো সাদা কাপড়। আমাদের মাঝে ত্যাগ মানবতাবোধ সহনশীলতা এবং সুন্দর মানসিকতার বড়ই অভাব। ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই বলেই আমাদের মাঝে অশান্তির সৃষ্টি হয়। চলার পথে আতংক নিয়ে মান সম্মান হারানো ভয়ে সকলে চিন্তিত। ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তা যত দিন না ফিরে আসবে ততদিন কখনই কেউ বলতে পারবে না নিজ দেশে ভালো আছি। আমি আশা করবো প্রত্যেকের চিন্তা চেতনায় মানবিক মূল্যবোধ উদয় হবে।

পূর্ববর্তী নিবন্ধদুঃসময়ে অতীত সাফল্য-স্মৃতি রোমন্থন
পরবর্তী নিবন্ধইয়াহিয়া সিনাওয়ার : মুসলিম বিশ্বের এক অবিসংবাদিত মর্দে মুজাহিদ