যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী ইউনিট থানা কার্যালয়ের আওতায় অপ্রাতিষ্ঠানিক ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক প্রজেষ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান আলম। অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালী ইউনিট থানা যুব কর্মকর্তা মো. জাহান উদ্দিন। প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে রেজাউল করিম সিকদার যুব সোসাইটি চট্টগ্রাম।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। তিনি আরও বলেন, তোমরা নিজেদের দক্ষ করে নিজের স্বপ্নের সাথে লেগে থাকবে। সফল হতে হলে ব্যর্থ মানুষদের ব্যর্থতার কারণ থেকে শিক্ষা নিতে হবে। স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম সিকদার যুব সোসাইটির সভাপতি কৃষিবিদ কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. জাহেদুল করিম বাপ্পি, সাংবাদিক ও পরিবেশ আন্দোলন কর্মী মুজিব উল্ল্যাহ তুষার, যুব সংগঠক যুবরাজ রাসেল আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষাণার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।