সফল হতে হলে

এবিএম শাইখুল ইসলাম | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

প্রত্যেক মানুষকে তার জীবনে কমবেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। সমালোচনা শুধু অভ্যাস নয় বরং তা আজ বর্তমান সমাজে ব্যাধিতে পরিণত হয়েছে। আপনি যখন সফলতার চূড়ায় উঁকি দিবেন তখন আশপাশের ব্যর্থ লোকেরা আপনাকে নিয়ে গভীর সমালোচনায় ব্যস্ত থাকবে। তবে সব মানুষই একদিন না একদিন সফল হতে চায়। এই পৃথিবীতে ব্যর্থ হবার জন্য কোনো মানুষের জন্ম হয়নি। কিন্তু দিন শেষে কেউ সফল হয় আর কেউ ব্যর্থ হয়। আর ব্যর্থ মানুষেরাই সবসময় সফল মানুষের সমালোচনায় মুখর থাকে। সুতরাং সফল হতে হলে আপনাকে অবশ্যই সমালোচকের ভিতর দিয়েই যেতে হবে। অতএব, সমালোচকদের বর্জন করার সুযোগ নেই, এরা থাকবেই। যারা কোনও কাজ করে না, তাদের কোনও সমালোচক নেই। আর যারা কাজ করে তাদের চারপাশেই সমালোচক ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই সমালোচনাকে মেনে নিয়ে আপনাকে সামনের পথ পাড়ি দিতে হবে। সমালোচনাকে সহ্য করার মনমানসিকতা তৈরি করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী প্রধান সড়ক চার লেইনে উন্নীত করা হোক
পরবর্তী নিবন্ধপ্রলয়ের অন্তরালে