জীবনের যাত্রাপথে কেউই প্রতিটি চেষ্টােই সফল হয় না। অনেক সময় আমরা সব প্রস্তুতি নিই, মন থেকে চেষ্টা করি, তবুও ফলটা হয় উল্টো। তখন মনে হয় হয়তো আমি যথেষ্ট যোগ্য নই, কিংবা আমি কাজটা পারি না। কিন্তু বাস্তবতা হলো, ব্যর্থতা সবসময় অযোগ্যতার প্রমাণ নয়। অনেক সময় সেখানে লুকিয়ে থাকে সময়, পরিস্থিতি আর ভাগ্যের সূক্ষ্ম প্রভাব। একজন মেধাবী মানুষও কখনো কখনো হেরে যায়, কিন্তু সেটাই তার যোগ্যতার শেষ নয়। যেমন একজন খেলোয়াড় যদি এক ম্যাচে খারাপ করে, তার মানে সে খেলতে জানে না তা নয়। হয়তো সে দিন তার ভাগ্য বা সময়টা অনুকূলে ছিল না। তেমনি একজন মেধাবী ছাত্র, একবারের ব্যর্থতায় তার সামগ্রিক মূল্য হারায় না। কারণ প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নতুন সুযোগ এনে দেয় নিজেকে প্রমাণ করার। সত্যিকারের সাফল্য আসে তখনই, যখন মানুষ ব্যর্থতার মাঝেও নিজের উপর বিশ্বাস হারায় না। কারণ ভাগ্য কখনো বাধা হয়ে আসে, আবার কখনো সহযাত্রী হয় কিন্তু পথচলার দায়িত্ব থাকে আমাদের হাতে। তাই ব্যর্থতা মানে শেষ নয়, বরং পরের সাফল্যের জন্য এক ধাপ প্রস্তুতি। জীবনের প্রতিটি অপ্রত্যাশিত মুহূর্তেই হয়তো লুকিয়ে আছে নতুন শুরুর ইঙ্গিত শুধু থেমে না গিয়ে আবারও চেষ্টা করাই হলো প্রকৃত সাহস।












