সফলতার জন্য চাই কঠোর পরিশ্রম

দৃষ্টির সমাবর্তনে বক্তারা

| শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

‘মুক্তির জন্য যুক্তি’-এই স্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৪তম ব্যাচের সমাবর্তন গতকাল শুক্রবার দৃষ্টি চট্টগ্রামের সাফিয়া গাজী রহমান দৃষ্টি লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সভাপতি মাসুদ বকুল সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, চবি শিক্ষক ড. আদনান মান্নান, সাধারণ সম্পাদক সাবের শাহ্‌, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, সাদিয়া আফরিন, সাখাওয়াত হোসেন মজুমদার। সাইফ চৌধুরী বলেন, যারা সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টির সাথে যুক্ত থাকে তারা কখনো বিপথে যেতে পারে না। ড. আদনান মান্নান বলেন, প্রত্যেক কাজে সফলতার জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। যুক্তিহীন সমাজ আমাদের কখনো সম্মান ও শ্রদ্ধা দিতে পারেনা। কোন কিছুর দর্শন বা যুক্তি না থাকলে তার কখনো স্থায়িত্ব আসে না। মাসুদ বকুল বলেন, দৃষ্টি নিরবচ্ছিন্নভাবে সমাজে যুক্তিবাদী প্রজন্ম উপহার দিচ্ছে, সংস্কৃতিমনা মানুষ তৈরি করছে। আর আমরা এজন্য টার্গেট করেছি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কারণ এরাই আমাদের ভবিষ্যৎ। আর দৃষ্টি বিশ্বাস করে যতদিন ভবিষ্যৎ প্রজন্ম সংস্কৃতিমনা ও যুক্তিবাদী হবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। শেষে দৃষ্টি স্কুল অব ডিবেটে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ এবং কৃতিত্বের সম্মাননাস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা প্রেসক্লাবে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের গাছুয়ায় আ. লীগের সভা