সফর কাটছাঁট করে দেশে ফিরবেন বাইডেন

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জাপানে জি৭ বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রে ফিরবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য কোয়াড বৈঠক ও অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে তাকে। বাইডেন ইতোমধ্যে হোয়াইট হাউসে কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রিপাবলবিকান কংগ্রেস সদস্যরা মনে করছেন, একটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনো বিপুল মতবিরোধ আছে। খবর বাংলানিউজের।

বিষয় হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ৩১ দশমিক চার ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তাদের দায়বদ্ধতা পুরো না করতে পারে, তাহলে আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেবে। বাইডেন জানিয়েছেন, মঙ্গলবার ওভাল অফিসে তিনি যে বৈঠকে বসেছিলেন তা ভালো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি খালি করতে মাত্র ৫ মিনিট সময় দিয়েছিল ইসরায়েল
পরবর্তী নিবন্ধ১০ বছর বয়সী ৮০ ভাগ শিশু ঠিক মতো পড়তে পারে না