নগরীর খলিফাপট্টির নিঝুম আবাসিক এলাকার বাসিন্দা মরহুম এজহারুল ফয়েজ চৌধুরীর তৃতীয় পুত্র সফদর হোসেন চৌধুরী গত সোমবার রাত ৯ টার দিকে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
গতকাল সকালে খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর রাউজানের গহিরাস্থ বক্স এলাহি চৌধুরী বাড়ি (এমপি বাড়ী) মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।









