সফটওয়্যারের আওতায় আনা হচ্ছে চসিকের পরিবহন বিভাগ

অনিয়ম রোধ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

অনিয়ম রোধে ট্রান্সপোর্ট পুল ম্যানেজমেন্ট সিস্টেম (টিপিএমএস) এর আওতায় আনা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিবহন বিভাগকে। এর অংশ হিসেবে ১৯ লাখ টাকায় টিপিএমএস সফটওয়্যার করা হয়েছে। ইতোমধ্যে সফটওয়্যারটির ডাটবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে যান্ত্রিক শাখার ৯০০ গাড়ি।
টিপিএমএস এর আওতায় আসায় সবগুলো যানের যন্ত্রপাতির তথ্য ব্যবস্থাপনা, জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা, মেরামত, ভাড়া গ্রহণসহ যাবতীয় কার্যক্রম এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে। দূর হবে অনিয়ম। এ বিষয়ে চসিকের শখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক দৈনিক আজাদীকে বলেন, ডাটাবেজ হওয়া মানে পরিবহনের সম্পূর্ণ চিত্র একসঙ্গে চলে আসা। প্রতিটি গাড়িতে কি পরিমাণ তেল ব্যবহার হচ্ছে, কোন কর্মকর্তা ব্যবহার করছেন, কতবার মেইনটেনেন্স হয়েছেসহ গাড়ির সবগুলো তথ্য খুব সহজে জানা যাবে। এতে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
এদিকে গতকাল টাইগার পাসস্থ নগর ভবনে টিপিএমএস সফটওয়্যার এর অরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোজেম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী বাবু সুদীপ বসাকসহ আরও অন্যান্যরা। সফ্‌টওয়্যারটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মেসার্স প্রাইম এন্টারপ্রাইজ এবং কারিগরি সহায়তায় নিওসিস ওয়ার্ল্ড।

পূর্ববর্তী নিবন্ধটিকা নেয়া লোকেরাই কেবল ওমরাহ পালনের সুযোগ পাবে : সৌদি কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আহত আওয়ামীলীগ নেতার মৃত্যু