সপ্তাহে চারদিন কাজের বিপক্ষে বেশির ভাগ জার্মান

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

জার্মানির অর্ধেকের বেশি বাসিন্দা মনে করেন, সপ্তাহে চারদিন কাজের নিয়ম ভালো কোনো পরিকল্পনা নয়। তবে এ বিষয়ে মত দেয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে ভিন্নতা দেখা গেছে। জার্মান ম্যাগাজিন ‘স্ট্যার্ন’ এর হয়ে গবেষণা সংস্থা ফোরসা ইনস্টিটিউটের করা জরিপটি মঙ্গলবার প্রকাশিত হয়। এতে অংশ নেয়া জার্মানির ৫৫ শতাংশ বাসিন্দা বলেন, সপ্তাহে চারদিন কাজের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য যেগুলো আগে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল সেখানকার বাসিন্দারা এই পরিকল্পনা সম্পর্কে সবচেয়ে বেশি সন্দেহ পোষণ করেছেন। পূর্বাঞ্চলীয় রাজ্যের ৬২ শতাংশ বাসিন্দা চারদিনের কাজের নিয়ম চালুর বিপক্ষে মত দেন। পশ্চিমের রাজ্যগুলোতে এই হার ৫৪ শতাংশ। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেও ভিন্নতা দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধজ্বলছে ক্রিমিয়ার জ্বালানি সংরক্ষণাগার
পরবর্তী নিবন্ধহেঁটেই অস্ট্রিয়া থেকে হজের উদ্দেশে যাত্রা