দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠন। আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। গতকাল শনিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে– আগামীকাল সোমবার বিকেলে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা, ২৯ আগস্ট বিকেলে উত্তর জেলা যুবদলের আলোচনা সভা, ৩০ আগস্ট বিকেলে উত্তর জেলা ছাত্রদলের আলোচনা সভা, ৩১ আগস্ট উত্তর জেলা বিএনপির আলোচনা সভা, ১ সেপ্টেম্বর সকাল ১০টায় ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, ২ সেপ্টেম্বর বর্ণাঢ্য র্যালি এবং ৩ সেপ্টেম্বর বিকেলে উত্তর জেলা জাসাসের আলোচনা সভা।
প্রসঙ্গত, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রস্তুতি সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। যখনই নির্বাচন আসে, যখনই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, ঠিক তখনই জঙ্গি নাটক শুরু করে সরকার। বিএনপির চলমান এক দফা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই আবারও সেই জঙ্গি নাটক শুরু করেছে। সরকার জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখাতে চায়, তারা না থাকলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। নাটক করতে করতে সরকার এই জায়গায় এসেছে। কিন্তু সারাবিশ্ব এখন তাদের নাটক ধরে ফেলেছে। এজন্য সবাই একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাচ্ছে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, কাজী সালাউদ্দিন, জসীম উদ্দিন সিকদার, এডভোকেট এনামুল হক, এডভোকেট এম এ তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, সেলিম উদ্দিন চেয়ারম্যান, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, আলমগীর ঠাকুর, হাসান মোহাম্মদ জসিম, মুরাদ চৌধুরী, কর্নেল আজিমুল্লাহ বাহার, জহির আজম, আলমগীর ঠাকুর, ইউচুপ নিজামী, ওহিদুল আলম, ফজল বারেক, মোহাম্মদ সিদ্দিক, শফিউল আলম চৌধুরী ও সরোয়ার উদ্দিন সেলিম।












