হাটহাজারী সপ্তসুর খেলাঘর আসর অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেন। গতকাল শুক্রবার এ উপলক্ষে হাটহাজারী মিউজিক একাডেমি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সপ্তসুর খেলাঘর আসরের সভাপতি সুধীর কুমার দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা খেলাঘর আসরের সহ সভাপতি দীপক কুমার বড়ুয়া, রওশন আরা চৌধুরী, ঈমাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আসরের সদস্য সচিব সঞ্জীব কুমার নাথ।












