সপ্তম বলেই উইকেট তুলে নিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দীর্ঘ ৪০৯ দিন পর মাঠে নেমে আধার পেরিয়ে আবার আলোতে ফিরলেন সাকিব আল হাসান। বুকের উপর চেপে থাকা পাথরটা সরিয়ে আবার ২২ গজের লড়াইয়ে বিশ্ব সেরা অল রাউন্ডার। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিববের ধার কমেনি এতটুকু। প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের করা সপ্তম বলেই তুলে নিলেন উইকেট। তাও যেনতেন উইডকেট নয়। বরিশালের অন্যতম সেরা ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবকে ফেরালেন সাকিব। ইনিংসের সপ্তম ওভারে পঞ্চম বোলার হিসেবে সাকিবকে আক্রমণে আনেন মাহমুদুল্লাহ। যদিও প্রথম ওভারে কোন উইকেট পাননি সাকিব। তবে রান দিয়েছেন মাত্র ৩টি। তবে ইনিংসের নবম এবং নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আঘাত হানলেন বরিশাল শিবিরে। সাকিবের শর্ট পিচ ডেলিভারিটি ছিল লেগস্টাম্পের ওপরে। সেটি সজোরে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জহুরুল ইসলাম অমির হাতে ক্যাচ তুলে দেন আফিফ। সাকিব পান নিজের প্রথম উইকেটের দেখা। তবে সে ওভারের চতুর্থ বলে সাকিবকে লংঅন বিশাল ছক্কা মেরেছেন বরিশালের পক্ষে হাফ সেঞ্চুরি করা ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওভারে সাকিব খরচ করেন ৮ রান। তৃতীয় ওভারে দিয়েছেন ৭ রান।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডিজ পর্যবেক্ষক দল আসছে শনিবার
পরবর্তী নিবন্ধশেষ ওভারে ঢাকাকে হারিয়ে রাজশাহীর চমক