আবাহনী ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগ খেলার স্বপ্ন দেখেন জোভান। কিন্তু তার সে স্বপ্নের রঙ ফিকে হয়ে আসে একটি দুর্ঘটনায়। একদিন খেলার সময় মারাত্মক ইনজুরিতে পড়ে জোভানের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। ডাক্তার জানায়, তিনি আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। এদিকে দীর্ঘদিনের প্রেমিকা সাফা কবিরের সঙ্গে আংটি বদল হয়ে গেছে তার। খবর বাংলানিউজের।
কিন্তু জোভানের দুর্ঘটনার কথা শুনে সাফার বাবা-মা নতুন করে ভাবতে শুরু করেন। জেনে শুনে একটা পঙ্গু ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে চায় না তারা! এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সন্ধ্যা নামতে দেরী’। মারুফ হোসেন সজীবের রচনায় এটি পরিচালনা করেছেন পনির খান। নাটকটিতে ফুটবলারের চরিত্র অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, আর তার প্রেমিকার চরিত্রে সাফা কবির। নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরের চতুর্থ দিন রাত ৯ টায় ‘সন্ধ্যা নামতে দেরী’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে পর্দায় প্রচার হবে।