সন্ধে হলে টি এইচ মাহির | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ সন্ধে হলেই ওই ঝোপেতে চেঁচায় শেয়ালদল, অপর ঝোপে দলবল নিয়ে হাঁকে আরেকদল। আঁধার নিয়ে সূর্য নামে কর্ণফুলীর জলে, শেয়াল ডাকে আঁধার হলে কাঁটা ঝোপের তলে।