সন্ধান মিলেছে মাদ্রাসা ছাত্র রফিকুলের

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হারমাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. রফিকুল ইসলামের সন্ধান মিলেছে। নগরীর কাঠগড় এলাকার এক আইসক্রিম কারখানায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন হাটহাজারী থানার এসআই প্রদীপ চন্দ্র দে। তিনি বলেন, ছেলেটিকে শুক্রবার রাত ১১টায় কাঠগড় এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়। এখন সে পরিবারের কাছে আছে।

রফিকুলের বাবা মো. কবির বলেন, ছেলের খোঁজ না পেয়ে আমি শহরে পোস্টার লাগিয়েছিলাম। শুক্রবার রাতে একজন ফোন করে আমাকে জানায়, রফিক কাঠগড়ে এক আইসক্রিম ফ্যাক্টরিতে ৫ দিন ধরে আছে। সে সেখানে কাজ নিয়েছিল। তিনি আরও বলেন, ছেলেকে খুঁজে পাওয়ার পর থেকে সে কারও সাথে কথা বলছে না। তবে আল্লাহর রহমতে ছেলেকে খুঁজে পাইছি, এটাই আমার জন্য যথেষ্ট।

প্রসঙ্গত, মাদ্রাসায় ‘মারধর’ করায় গত ১৩ অক্টোবর সেখান থেকে বেরিয়ে শাটল ট্রেনে চেপে নগরীতে চলে আসে রফিক (১৪)। এরপর থেকে পরিবার তার সন্ধান পাচ্ছিল না। পরে থানায় জিডি করেন রফিকের বাবা।

পূর্ববর্তী নিবন্ধউদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৯ অক্টোবর বর্ণাঢ্য অনুষ্ঠানমালা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত জমা নেয়ার প্রতিবাদে অটোরিকশা শ্রমিক সমাবেশ