সন্ধানী চমেক ইউনিটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী গত সোমবার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয়। দিবসের প্রধান কর্মসূচি হিসেবে ইউনিটের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. ইলিয়াছ চৌধুরী, হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং চমেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. মুনাসিব নুরসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।

উপস্থিত ছিলেন ডা. এ ইউ এম সলিমুল্লাহ, ডা. মো. ওমর ফয়সাল, ডা. আরাফান জাহান জীম, ডা. নিলয় দেবনাথ, ডা. মাজেদুল ইসলাম আরমান, সন্ধানী চমেক ইউনিটের সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুজ্জামান, শারমিন আক্তার, উম্মে হাবিবা প্রমুখ। বক্তব্য রাখেন চমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. ইলিয়াছ চৌধুরী, রক্ত পরিসঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার ডা. মুনাসিব নুর এবং উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ। বক্তারা সন্ধানী চমেক ইউনিটের সোনালী অতীতের স্মৃতিচারণ করে সন্ধানীর সকল কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং চমেক ইউনিটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সন্ধানীর অন্যান্য কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে রক্তের গ্রুপ নির্ণয়, টিকাদান কর্মসূচি, মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং পরীক্ষা, জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করা ও জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি প্রকল্প। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে
পরবর্তী নিবন্ধলুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার