সন্ধানী চমেক ইউনিটের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সন্ধানী চমেক ইউনিটের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। মানব সেবার ব্রত নিয়ে ১৯৮২ সাল থেকে ৩৯ বছর ধরে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটির চমেক ইউনিট যার পুরস্কারস্বরুপ ঝুলিতে যোগ হয়েছে স্বাধীনতা পদকসহ নানান সম্মাননা পদক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, চমেকহা’র বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ, সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টামন্ডলী এবং সন্ধানীয়ানবৃন্দ, থ্যালাসেমিয়া রোগীর নিকটাত্মীয়গণ। কর্মসূচির মধ্যে ছিলো ডা. তরুন তপন বড়ুয়া থ্যালাসেমিয়া স্ক্রিনিং প্রজেক্টের উদ্বোধন, ইনফোগ্রাফিক্স প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং দেয়ালিকা উন্মোচন। উল্লেখ্য, সন্ধানী চমেক ইউনিটের সার্বিক সহায়তায় চমেকহার রক্তরোগ বিভাগে মেডিকেল শিক্ষার্থী ও থ্যালাসেমিয়া রোগীদের নিকটাত্মীয়দের বিনামূল্যে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষা করানো হবে। এই পরীক্ষাটির মাধ্যমে কেউ থ্যালাসেমিয়া বাহক কিনা তা নির্ণয়ের মাধ্যমে মারাত্নক রক্তরোগ থ্যালাসেমিয়া কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ভিসির সাথে সাংসদ মোস্তাফিজুর রহমানের মতবিনিময়
পরবর্তী নিবন্ধবধ্যভূমিতে একদিন প্রমাণ্যচিত্রে উঠে আসে একাত্তরের হত্যাযজ্ঞ