জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস এবং প্রচার সপ্তাহ উপলক্ষে সন্ধানী চমেক ইউনিটের উদ্যোগে বার্ষিক রক্তদাতা সম্মাননা কলেজের নিউ কনফারেন্স হলে গত শনিবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, রেজিস্ট্রার ডা. সৌরভ বিশ্বাস, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল সেন, সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত, উপদেষ্টা ডা. এ ইউ এম সলিমুল্লাহ, মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন এবং এভারেস্ট বিজয়ী ডাঃ বাবর আলী সহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন ডা. মো. নাজিম উদ্দীন, ডা. রিপন কান্তি দাশ, ডা. এন. এম. ইমতিয়াজ চৌধুরী, ডা. স্মৃতিকণা মজুমদার, ডা. মো. ওমর ফয়সাল, ডা. তানজিমা নাসরিন উর্মি, ডা. তাসনোভা হাসান, ডা. আরাফাত হোসাইন, ডা. তাহিয়্যা করিম রামিসা, ডা. আমজাদ হোসেন বাবু, ডা. উপমা ধর, ডা. আরাফান জাহান জীম, ডা. ফাহিমা ফাতেমা আইবী, ডা. নিলয় দেবনাথ,ডা. মাজেদুল ইসলাম আরমান, মো.ইয়াসিন আরাফাত, শারমিন আকতার, মো. মোহাইমিনুজ্জামান, উম্মে হাবিবা, রাজিয়া সোলতানা প্রমুখ। এতে সর্বোচ্চ ১০০ বার রক্তদানের জন্য নাজমুল ইসলামকে সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা তুলে দেওয়া হয়। শুরুতেই বার্ষিক রক্তদাতা সম্মাননা এবং প্রচার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়। বক্তারা রক্তদানের গুরুত্বারোপ করেন এবং রক্তদাতাদেরকে এই মহান কাজের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমি, ইউনিলিভার, পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ যেসব প্রতিষ্ঠান সন্ধানীর পথচলাকে সহজ করেছে তাদের সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও মরণোত্তর চক্ষুদাতা প্রয়াত রানু প্রভা বড়ুয়া, প্রয়াত অনিমা রানী বড়ুয়া, প্রয়াত ডা. অমর বিশ্বাস এবং প্রয়াত বোধি মিত্র বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সন্ধানী চমেক ইউনিটের আজীবন সদস্য মরহুম ডা. জামাল আহমেদ এবং মরহুম ডা. মো. রিদউয়ানুর রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।