শিশু মেধা বিকাশে পঞ্চম শ্রেণির কৃতী ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সন্দ্বীপের মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উত্তর সন্দ্বীপ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসাইন, বশিরিয়া আহমদিয়া আবু বকর সিদ্দিক মাদরাসার প্রভাষক এনায়েতুর রহমান খান, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ আলমগীর, মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, হল সুপার মাস্টার মাহফুজুর রহমান, দক্ষিণ–পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম সোহেল, ব্যাংক কর্মকর্তা আবিদুর রহমান মান্না, হারামিয়া উত্তর–পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নিশান, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, আকবর হাট পাঠশালার প্রধান শিক্ষক জেসমিন আক্তার, ধারাভাষ্যকার ফসিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।