সন্দ্বীপ মীরসরাইয়ে গাছ পড়ে বৃদ্ধ ও শিশু নিহত

ঘূর্ণিঝড় মিধিলি

আজাদী ডেস্ক | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বয়ে যাওয়া ঝড়ো বাতাসে সন্দ্বীপ ও মীরসরাই উপজেলায় গাছ পড়ে তিন বছর বয়সী এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। মারা যাওয়ারা হলেন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে আব্দুল ওহাব (৭০) এবং মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে সিদরাতুল মুনতাহা ()

সন্দ্বীপ প্রতিনিধি জানান, সন্দ্বীপে দুপুর ৩ টার পর থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুরু হয় তীব্র বাতাস। এসময় তীব্র বাতাসে গাছের ঢাল ভেঙে পড়ে আবদুল ওহাব (৭০) নামের একজন নিহত হন। তিনি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হানিফ মাঝির বাসিন্দা। ঝড়ের সময় তিনি মসজিদে আছরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে নিহতের স্বজনরা।

মগধরা ইউনিয়নের বাসিন্দা সাফায়েত হোসেন দৈনিক আজাদীকে জানান, বিকালে বাড়িতে নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অত্যাধিক বাতাসে গাছের ঢাল ভেঙে আঘাত প্রাপ্ত হয়ে আবদুল ওহাব মৃত্যুবরণ করেন। এছাড়া ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে সন্দ্বীপের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি গাছপালা উপড়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটে।

মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির বাতাসের প্রভাবে গাছের ডাল পড়ে সিদরাতুল মুনতাহা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ইউনিয়নের মহানগর এলাকার হাসমত আলী ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার শিশু কন্যা। নিহতের ফুফাতো ভাই ইবরায়েত হাসান জানান, বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হয়। এসময় মুনতাহা বাইরে থাকলে হঠাৎ গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার জানান, নিহত শিশুকে রাতে নিজগ্রামে দাফন করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অটোরিকশার উপর পড়ল গাছ : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটির কাউখালী উপজেলায় গাছ ভেঙে পড়ে অটোরিকশার চালক ও এক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশার চালক মো. লিয়াকত এবং যাত্রী ৭ বছর বয়সী এক শিশু।

জানা গেছে, অটোরিকশা চালক লিয়াকত চারজন যাত্রী নিয়ে রাঙ্গুনিয়ার রাণীরহাট থেকে রাঙামাটি শহরে আসার সময় জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকা পৌঁছলে গাছ ভেঙে পড়ে অটোরিকশার চালক ও এক শিশু যাত্রী আহত হয় এবং অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ আছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই ঘণ্টার পর ঢাকা ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
পরবর্তী নিবন্ধআলোচিত অ্যালেনশামীম অবশেষে গ্রেপ্তার