সন্দ্বীপ ফুটবল একাডেমি আয়োজিত সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনালে উঠেছে চৌধুরী আবু তোরাব দ্যা ফাইটার্স। গতকাল প্রথম সেমিফাইনাল খেলায় তারা ১–০ গোলে শাহ বাঙালি দ্যা সিঙ্গার এফসিকে পরাজিত করে। রহমতপুর আরপিএল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলতে থাকলেও, নির্ধারিত সময়ে দ্যা ফাইটার্স একমাত্র গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে। সিঙ্গার এফসি একাধিক সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি।
সেমিফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সহ–সভাপতি জাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, এনএইচ নাইমসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা।
আজ দ্বিতীয় সেমিফাইনালে মোকাবিলা করবে দিলাল রাজা দ্যা কিংস এলেভেন বনাম বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স।










