সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগের ফলাফল

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

সন্দ্বীপ ফুটবল একাডেমি আয়োজিত সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল কবি আব্দুল হাকিম দ্যা রাইটার্স জয়লাভ করে। রহমতপুর আরপিএল মাঠে অনুষ্ঠিত খেলায় নাঈম, শুভ এর জোড়া গোলে কবি আব্দুল হাকিম দ্যা রাইটার্স ২০ গোলে কমরেড মোজাফফর দ্যা কাকাবাবু দলকে পরাজিত করে। বিজয়ী দলের নাঈম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন সন্দ্বীপ মেডিক্যাল সেন্টার এক্সরের ডক্টর স্বজল, শাহাদাত হোসেন, রুমি। এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, জাহেদ ময়না, অপি, আরাফাত, আইমান, রোহিত খালেক, শাফায়েত,রিয়াদ। আজ চৌধুরী এবি এম সিদ্দিক টিম থিংকরস বনাম রফিকউল্লাহ চৌধুরী টিম ইউনাইটেড দল পরস্পরের মুখোমুখি হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বাস্কেটবলে চট্টগ্রামের হার
পরবর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপ কাল শুরু বাংলাদেশের দল ঘোষণা