সন্দ্বীপ প্রিমিয়ার ফুটবল লিগে শাহ বাঙালি দ্যা সিঙ্গার এফ সি জয়লাভ করেছে। সন্দ্বীপ রহমতপুর আর পি এল মাঠে অনুষ্ঠিত এ খেলায় শাহ বাঙালি দ্যা সিঙ্গার এফ সি ২–০ কবি আব্দুল হাকিম দ্যা রাইটার্সকে পরাজিত করে।
দলের পক্ষে গোল করেন হৃদয় ও সোহান। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহ বাঙালি দ্যা সিঙ্গার এফ সির মোহাম্মদ সোহান। তাকে পুরস্কার দেন মোহাম্মদ সাইফুল ইসলাম, জাহেদ ময়না।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাহাদত হোসেন, জাহেদ ময়না, আমিনুল ইসলাম রিয়াদ, মেহেরাজ হোসেন জিকু, সাফায়েত, রিয়াদ, অভয়, আল আমিন, আাইমান, জাহেদ, রোহিত।












