সন্দ্বীপ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসীল।
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জারিকৃত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
আসন্ন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২০ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
সীতাকুণ্ড পৌরসভায় ইভিএম-এ ভোটগ্রহণ হলেও এ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ব্যালটে। বাংলানিউজ
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান বলেন, “সন্দ্বীপ পৌরসভা নির্বাচন সম্পর্কিত চিঠি পেয়েছি। তফসীল অনুযায়ী নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে।”
এদিকে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। এরই মধ্যে ৩ মেয়র প্রার্থীসহ ৮৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।