সীতাকুণ্ড সন্দ্বীপ নৌ–রুটে আজ থেকে পরীক্ষামূলকভাবে চলবে ফেরি ও সি–ট্রাক। বাঁশবাড়িয়া ও কুমিরা থেকে আজ থেকে ফেরি ও সি–ট্রাক চললেও কোনো যাত্রী পারাপার করবে না। আগামী ২৪ মার্চ থেকে এই রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি ও সি–ট্রাক চলাচল শুরু হবে।
সন্দ্বীপের অনেকেই জানান, এ রুটে ফেরি ও সি–ট্রাক চালুর দাবি তাদের দীর্ঘকালের। এর অভাবে তাদের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। তাই তারা ২৪ তারিখের দিকে তাকিয়ে আছেন।