সন্দ্বীপ, নেমা, শোভনীয়া ও আকুবদন্ডীর জয়

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

ক্লাইম্ব সিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ৪টি খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে সন্দ্বীপ, নেমা, শোভনীয়া ও আকুবদন্ডী ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সন্দ্বীপ ফুটবল একাডেমি ৪০ গোলে ব্রাদার্স ফুটবল একাডেমিকে পরাজিত করে। এটি তাদের দ্বিতীয় জয়। বিজয়ী দলের পক্ষে গোলদাতা নিহাদ হোসেন, সাইমুন রহমান, মোহাম্মদ সাকিব এবং আমির হোসেন রাব্বি। দিনের দ্বিতীয় খেলায় নেমা ফুটবল একাডেমি ৫১ গোলে চট্টগ্রাম ফুটবল ট্রেডিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আহমদ হাসান নুর,মো. ফসিউল ইসলাম, আসাদ আলী গোল করে। চট্টগ্রাম ফুটবল ট্রেডিং সেন্টারের গোলদাতা ইমন। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ৩০ গোলে ইয়ং ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের বোরহান উদ্দিন, আনিক দাশ ও মো. সায়েম প্রত্যেকে ১টি করে গোল দেয়।

দিনের ৪র্থ ও শেষ ম্যাচে আকুবদন্ডী ফুটবল একাডেমি ২১ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফাহিদ আব্বাদি আহমেদ, মো. রবিউল ইসলাম ১টি করে গোল করে। পাঠানটুলীর গোলদাতা মো. আইমান নুর।

আজ শনিবার ৪টি খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে সকাল ৯.৩০ টায় মোহরা ফুটবল একাডেমি বনাম ফরিদ ফুটবল একাডেমি, সকাল ১১টায় : পশ্চিম ডলু ফুটবল একাডেমি বনাম কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, দুপুর ২টায় হাটহাজারী ফুটবল একাডেমি বনাম কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি, দুপুর ৩.৩০ টায় বিহঙ্গ ফুটবল একাডেমি বনাম রামপুর ফুটবল একাডেমি। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ৪০০ উইকেটের মাইলফলকে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধ২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের সব ম্যাচের সূচি ঘোষণা