সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতির সেমিনার

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

সন্দ্বীপ নদী সিকস্তি পুর্নবাসন সমিতির উদ্যোগে সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম, নাগরিক উদ্যোগ ও কোস্টাল ল্যান্ড কোলিশনের সহযোগিতায় সন্দ্বীপের ৭ দফা দাবির উপর সচেতনামূলক সেমিনার ২৪ ফেব্রুয়ারি পৌরসভার ৬ নং ওয়ার্ডস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির তালুকদার একাডেমির হল রুমে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন-সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লি.-ঢাকার সভাপতি সাবেক ছাত্রনেতা নূরুল আকতার।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন-সন্দ্বীপ নদী সিকস্তি পুুনর্বাসন সমিতির সদস্য সচিব কমরেড মনিরুল হুদা বাবন। সন্দ্বীপের ৭ দফা দাবি পড়ে শোনান সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা আজমত আলী বাহাদুর।

কবি মোস্তফা হায়দারের সঞ্চালনায় ও মাওলানা ফখরুল ইসলামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে বক্তব্য দেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লি.-ঢাকার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, উন্নয়ন গবেষক আমীনুর রসুল বাবুল, কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বায়রন, সংগঠনের নির্বাহী সদস্য এ কে এম হুমায়ুন কবির চৌধুরী মাসুক, সিরাজুল ইসলাম চৌধুরী, আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, সংগঠনের উড়ির চর প্রতিনিধি হোসেন মাঝি, গাছুয়া প্রতিনিধি মাস্টার মিলাদ হোসেন, মগধারা ইউনিয়ন প্রতিনিধি ইসমাঈল হোসেন, সারিকাইত ইউনিয়ন প্রতিনিধি নোয়াব মাঝি, হারামিয়া ইউনিয়ন প্রতিনিধি কবি কাজী শামসুল আহসান খোকন, আজিমপুর ইউনিয়ন প্রতিনিধি আবুল কাশেম শিল্পী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সাথে হোটেল আগ্রাবাদ কর্মকর্তাদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৬ জন