সন্দ্বীপ থেকে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেয়া হবে : এমপি মিতা

পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপ পৌরসভার ২০২৩২৪ অর্থ বছরের ৪৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এসময় পৌরসভার বিগত বছরের উন্নয়ন কর্মকান্ড ও আগামী অর্থবছরে পরিকল্পনাগুলো পৌরবাসীর কাছে তুলে ধরা হয়। গতকাল শনিবার পৌরসভা অডিটোরিয়ামে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ কোটি ৯২ লক্ষ ১১ হাজার ৯ শত ৬৫ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম।

পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, অধ্যক্ষ জামিল ফরহাদ। সভাপতির বক্তব্যে মেয়র সেলিম বলেন, আমরা বিগত অর্থ বছরের তুলনায় কোন নতুন কর বৃদ্ধি করেনি। সন্দ্বীপ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আসা জাতীয় গ্রিডের বিদ্যুতের সুবিধার কারণে নতুন নতুন ভবন হচ্ছে। এতে করে পৌরসভার হোল্ডিং কর প্রদানকারীর সংখ্যাও বাড়ছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। এছাড়া তিনি পৌরসভাকে যৌক্তিক কর নির্ধারণ করার জন্য আহবান জানিয়ে বলেন, পৌরবাসীর উপর অতিরিক্ত কর যাতে আরোপ করা না হয় সেদিকে যেন খেয়াল রাখা হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন বলেন, পৌরসভাসহ সারা উপজেলায় এমপি মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তাতে আগামী নির্বাচনেও তিনি নৌকার মাঝি হয়ে শেখ হাসিনাকে সন্দ্বীপ আসন উপহার দিতে পারবেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, অচিরেই সন্দ্বীপ পৌরসভার আনাচে কানাচে বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

যেসব জায়গায় এখনো বিদ্যুতের সংযোগ স্থাপন হয়নি সেসব এলাকার কাজ শীঘ্রই শুরু হবে। সে লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়াসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এছাড়া তিনি পৌরসভায় সুশাসন নিশ্চিত করার জন্য মেয়রকে নির্দেশ প্রদান করেন। পৌরসভার উন্নয়নগুলো যাতে টেকসই হয় সেজন্য তিনি মেয়রকে অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়নের চিত্র মানুষকে জানাতে হবে
পরবর্তী নিবন্ধরোটারেক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের সভা