সন্দ্বীপ চ্যানেলে ৫০০ মিটার জাল ও ইলিশ জব্দ

সাগরে প্রশাসনের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধির জন্য সাগরে ৬৫ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ রয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে প্রথম দিনে উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালানো হয়। এ সময় ৫০০ মিটারের ৩টি বেহুন্দী জাল এবং ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল স্থানীয় জনতার উপস্থিতিতে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদুজ্জামান এবং কুমিরার নৌপুলিশের এস.আই মো. আবদুল হালিম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ অভিযান