নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ শিকার করায় তিন জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০ কেজি সামুদ্রিক মাছ ও ১৫ হাজার মিটার চরঘেরা ও বিহুন্দি জাল জব্দ করা হয়। ধৃতরা হলেন তপন দাশ (৩৭), মনি দাশ (২৩) ও ন দাশ (২০)। গতকাল বুধবার সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট–গার্ড (ভাটিয়ারী) ও কুমিরা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে সন্ধীপ চ্যানেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী। তিনি আজাদীকে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ। এ উপলক্ষে অভিযান চালানো হয়। নৌ পুলিশ আটককৃত জেলেদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করে জেল হাজতে পাঠায়। জব্দকৃত মাছ এতিম খানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. ওয়ালী উদ্দিন আকবর ও কোস্ট–গার্ডের ভাটিয়ারি কন্টিনজেন্ট কমান্ডার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।