সন্দ্বীপ চ্যানেলে মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং অপারেশন’ পরিচালিত হয়েছে। এ সময় ২৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। সম্প্রতি উপজেলা মৎস্য দপ্তর, কুমিরা কোস্ট গার্ড এবং কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র সহকারী পরিচালক (সমপ্রসারণ ও প্রশিক্ষণ) মো. মাসুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার শওকত আকবর, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল আলিম প্রমুখ।